শুভ সকাল প্রতিবেদন :-
করোনার মতো ভয়াবহ ভাইরাস থেকে বাঁচতে হলে
কোরআন-সুন্নাহর দিকে ফিরে আসতে হবে ,করোনা ভাইরাসে সারাদুনিয়া আজ আতঙ্কগ্রস্থ। দুনিয়ার জীবনে নানা প্রকার রোগব্যাধী ও বিভিন্ন ভাইরাসে আক্রান্ত এটি খোদায়ী গজব ছাড়া আর কিছুই নয়।
সীতাকুন্ডে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ইসলামে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছে অথচ আজ নামাজীর সংখ্যা খুবই কম। বর্তমান বিজ্ঞানীরা বলছে, বেশী বেশী হাত ও মুখ ধৌথ করার কথা কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের সময় মুসলমানদেরকে দৈনিক পাঁচবার অযু করতে হয়। বিজ্ঞানীরা যা কিছু আবিস্কার করছে তা কোরআন ও হাদিসে ১৪শ বছর আগেই বলা হয়েছে। তিনি বলেন রাসুল (স:) আমাদের জন্য যে জীবন বিধান নিয়ে এসেছে তা আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক। মানব জাতি সেই বিধান মেনে চললে পৃথিবীর সকল মসিবত ও আজাব থেকে রক্ষা পাবে।
নুরী আরো বলেন, কবরের আজাব কতই ভয়াবহ হবে তা মানুষ অনুভব করছে না। যারা কোরআন ও সুন্নাহ ভিত্তি জীবন পরিচালনা করবে না। তারা পরকালীন জীবনে কঠিক থেকে কঠিন শাস্তি ভোগ করবে। আর যারা কোরআন সুন্নাহ মতো জীবন চালাবে তারাই পরকালীন জীবনে সুখ ও শান্তি ভোগ করবে। তিনি ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য কোরআনের দিকে ফিরে আসার জন্য সকলের প্রতি আহবান জানান।
সীতাকুন্ড আলীয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুইয়া।
বক্তব্য রাখেন শায়খুল হাদী আল্লামা হোসাইন আহমদ, অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন,মাওলানা মুফতি আবদুল আলীম, মাওলানা ফারুক হোসাইন নিজামী, মাওলঅনা মুহাম্মদ শামীম প্রমুখ।