নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও থানা এলাকায় ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলাকারী ৪ নং ওয়ার্ড যুবলীগের সুগ্ম সম্পাদক মো: জাহেদকে গ্রেফতার করেছে চাঁন্দগাও থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮ টার দিকে চাঁন্দগাও থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। যুবলীগ নেতা জাহেদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আফতাব।
গ্রেফতারকৃত ব্যক্তি চাঁন্দগাও থানাধীন ৪ নং ওয়ার্ডস্থ অদুর পাড়া এলাকার রাজা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে গত ৪ আগস্ট চাঁন্দগাও থানা ধীন বহদ্দারহাট এলাকায় ছাত্র আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের সংঘবদ্ধভাবে হত্যার অভিযোগ রয়েছে।
Discussion about this post