নতুনধারা বাংলাদেশ (এনডিবি)’র চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, করোনা মোকাবেলায় মুক্তিযুদ্ধ প্রেরণা নতুনধারার রাজনীতিকদের। যে কারণে তারা রাজপথে আছে সতর্কতার সাথে স্বেচ্ছাসেবায়,খাবার, সাবান, মাস্ক সহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য বিতরণের জন্য।
জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধ হলে, করোনাযুদ্ধও হবে; বিএনপি-আওয়ামী লীগ সহ নিবন্ধিত ৪১ ও অনিবন্ধিত ৭৬ টি রাজনৈতিক দলের কেউ না থাকলেও নতুনধারা ২৬ মার্চ থেকে ছিলো, এখনো আছে, আগামীতেও থাকবে। বিজয় অর্জনের পূর্ব পর্যন্ত থাকবেন নতুনধারার রাজনীতিকগণ নিজেদের সচেতনতা ও সতকর্তাও পাশাপাশি সহায়তার হাত বাড়িয়ে। সামর্থনুযায়ী তারা রাজপথে তাদেরকে খাবার দিবে যারা অভূক্ত কাজ করতে না পারায়, যাদের মাথা গোঁজার ঠাঁই না থাকায়, রাত কাটে ফুটপাতে। এসময় মোমিন মেহেদী পবিত্র শবে বরাতে ইসলাম ধর্মানুসারীদেরকে মহান আল্লাহর ইবাদতে বিশেষ দোয়া করার অনুরোধ জানান।
নতুনধারার রাজনীতিকদের সাথে ১০ এপ্রিল বিকেল ৫ টায় করোনা পরিস্থিতিতে আমাদের করণীয় শীর্ষক লাইভ কনফারেন্সে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার রাজিয়া হাসান, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি :