নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, স্টে হোম-এর ধোয়া তুলে লোভাতুর রাজনীতিকদের অধিকাংশ ঘরে বসে দুর্নীতি করছে। আর তাই বৈশাখে ক্ষুধার্তদের কান্না দেখারও কেউ নাই। আজ যদি সত্যিকথা বলি, তাহলে অনেকটা ‘কইলে মায় মাইর খায়, না কইলে বাপে হারাম খায়’-এর মত অবস্থা হয়ে যায়।
তবু বাংলাদেশকে-বাংলাদেশের মানুষকে ভালোবেসে সত্যকথা বলবো, তাদের জন্য নিবেদিত থেকে পথ চলবো। আমরা মানুষের পাশে ছিলাম থাকবো। যে কেউ চাইলে এই সহযোগিতায় অংশ নিতে পারেন। সে ক্ষেত্রে নতুনধারার বিকাশ নাম্বার- ০১৭৯৫৫৬৮১৩৭ অথবা ব্যাংক একাউন্ট নাম্বার- ০১০১১৫৬৬৯৮১৬ জনতা ব্যাংক, তোপখানা রোড, ঢাকায় সহায়তা দিতে পারেন।
নতুনধারার রাজনীতিকদের সাথে ১৪ এপ্রিল বিকেল ৪ টায় অভূক্ত মানুষদেরকে খাবার ও নগদ অর্থ দেয়ার সময় তিনি উপরোক্ত কথা বলেন। এরপর পর রাজধানীর বিভিন্ন এলাকায় অভূক্ত মানুষদেরকে খাবার, সাবান ও মাস্ক প্রদান করেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার প্রকৌশলী সুশীল চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি :-