নিজস্ব প্রতিবেদক :-
চট্টগ্রাম নগরীর হালিশহর রংগীপাড়া এলাকায় রংগীপাড়া ফ্রেন্ডস ক্লাব ও এলাকার সেচ্ছাসেবী তরুনদের উদ্যোগে মহামারী করোনা সংক্রমণ রোধে এলাকায় পরিচ্ছন্ন কর্মসূচি করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে ছিল নিজ উদ্যোগে এলাকার রাস্তাঘাট ও বাজার পরিষ্কার করা, এলাকাজুড়ে জীবাণুনাশক ছিটানো এবং করোনা সংক্রমণ রোধে মহামারী করোনা মোকাবেলায় এলাকাবাসীকে সচেতন করা।
এ সময় কর্মসূচিতে অংশ নেয় রংগীপাড়া ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মিজানুর রহমান রিজভী, সাধারণ সম্পাদক ওমর ফারুক, তথ্য সম্পাদক সাংবাদিক জুনায়েদ হাসান সহ অন্যান্য সদস্যবৃন্দরা।
এছাড়া কর্মসূচিতে এলাকার সেচ্ছাসেবী তরুনদের মধ্যে আরো অংশ নেয় রাকিব, সাইদি, মুরাদ, মোস্তফা, আশিক, মামুন, চান্দু, রনি, নাইম, খালেক, জিহাদ, জিসান, আলী,আব্দুল্লাহ, গোলাপ সহ প্রমুখ।