রিপন চৌধুরী ; চট্টগ্রাম :-
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণে পুরো পৃথিবী এখন স্তব্ধ। বাংলাদেশও এর বিস্তাররোধে কার্যক্রম চলছে। ঠিক তখনি সামাজিক দায়বদ্ধতায় নীরবে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন অনেকেই।
ঠিক তেমনই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডে নিন্মবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মাঝে গত এপ্রিল মাসের ১ তারিখ হতে নিয়মিত ২১ এপ্রিল পযর্ন্ত প্রায় ৩হাজার ৫শত পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত একক কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কাজী নূরুল আমিন মামুন।
মহানগর ছাত্রলীগের এই প্রাক্তন ছাত্রনেতা মোহরা ৫নং ওয়ার্ড কে যথাক্রমে এ,বি,সি,ডি এই চারটি ব্লকে ভাগ করে প্রায় প্রতিদিন নিয়মিত চাল, ডাল, আলু,পেয়াজ ও সয়াবিন তেল এর প্রায় সাড়ে ১০ কেজির বস্তা নিন্মবিত্ত ও মধ্যেবিত্ত পরিবারের ঘরে ঘরে পৌছে দিচ্ছেন।
এলাকায় খবর নিয়ে জানা যায়, ইতিমধ্যে প্রায় সাড়ে তিন হাজার পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ইতিমধ্যে ঘুড়ি মার্কায় নির্বাচন করা এই কাউন্সিলর প্রার্থী।
মুঠোফোনে শুভ সকালকে আলহাজ্ব কাজী নূরুল আমিন মামুন বলেন, আরো প্রায় ২ হাজার পরিবারকে আগামীতে খাদ্য সামগ্রী বিতরণ করবেন তিনি। তিনি সার্বক্ষনিক সহযোগীতা করায় ওয়ার্ডের আওয়ামী পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার সর্বসাধারণের নিকট দোয়া ও আশির্বাদ কামনা করেন।
এলাকার সর্ব সাধারন তার এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। খবর নিয়ে জানা যায় এই সাবেক ছাত্রনেতা বিগত বার বছর যাবত এলাকার মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সাহায্য সহযোগীতা করে যাচ্ছেন।