এমরান হোসেন সুজন, চট্টগ্রাম :-
করোনায় আক্রান্ত চট্টগ্রামের আরো ৩ জন রোগী সুস্থ হয়েছেন। দুই জন বাড়ি ফিরেছেন, আরেক জন আজ সকালে বাড়ি ফিরার কথা রয়েছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন থাকা অবস্থায় পরপর ২ বার নমুনা পরীক্ষা করা হয়, ফলা ফল নেগেটিভ পাওয়া যায়।তাই তাদের সুস্থ হিসেবে ঘোষণা দেয় স্বাস্থ্য প্রশাসন।
এ বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা.সেখ ফজলে রাব্বি জানান, এই ৩ জনের পরপর ২ বার নমুনা পরীক্ষায় ফল করোনা নেগেটিভ আসে, যার কারণে তাদের ছেড়ে দেওয়া হয়েছে আইসোলেশন থেকে।
যে ৩জন সুস্থ হয়ে উঠেছেন তারা হলেন মহানগরীর সাগরিকা এলাকার তোফায়েল আহমেদ বয়স ২৪, ও হুমায়ুন আহমেদ বয়স ২১ তারা দুই জন আগে আক্রান্ত ওমর আলীর ছেলে বলে জানা যায়।
জেনারেল হাসপাতালের সূত্রে জানায়, ওই পরিবার মোট ৫ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে, তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সবাই। গতকাল রোববার আরেক জন কে ছাড়পত্র দেওয়া হয় নাম বাবুল সিংহ (বয়স ৭১), তিনি বোয়ালখালীর বাসিন্দা বলে জানা যায়। এই আজ সকালে হাসপাতাল ছাড়ার কথা রয়েছে।৷
সুস্থতার ছাড়পত্র পাওয়া ৩ জনই জেনারেল হাসপাতালে আইসোলেশনে ভর্তি ছিলো ১৪ এপ্রিল থেকে। এর আগে ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে যান,সবমিলিয়ে চট্টগ্রামে ১২ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।