নিজস্ব প্রতিবেদক :-
চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় পরশ পাথর স্কুলের পাশের একটি ভবনের সিড়িতে ঝুলন্ত অবস্থায় এক হকারের লাশ উদ্ধার করেছে ইপিজেড থানা পুলিশ। শনিবার সকালে এ লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে নিহত হকারের নাম মাহফুজুর রহমান (২৪)। তিনি নোয়াখালীর সোনাইমুড়ি কমলপাড়ার আব্দুর রহমানের ছেলে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর নুরুল হুদা জানায়, তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তার মুুুখে টেপ মোড়ানো ছিল। এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা রজু করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কাউকে আটক করা হয়নি। তবে মামলা তদন্তাধীন আছে।
নিহত ব্যক্তি ইপিজেড এলাকায় ফুটপাতে কাপড় বিক্রি করতেন।