নিজস্ব প্রতিবেদক:-
করোনা সংক্রমণ রোধে প্রশাসনের কঠোর নির্দেশনা মানতে চট্টগ্রামের অনেক মানুষই এখন কর্মহীন হয়ে গৃহবন্ধি। এমনই অনেক সাধারণ ও নিম্নবিত্ত মানুষদের প্রতিদিন ১০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দিচ্ছেন একদল যুবসমাজ।
নগরীর পাহাড়তলি পশ্চিম নাসিরাবাদ বাঁচা মিয়া রোড়ের এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে এসপি কামরুল হাসান ও এমডি গোলাম মহিউদ্দিন চৌধুরীর সার্বিক সহযোগীতায় অত্র এলাকায় প্রতিদিন ১০০ থেকে ১৫০ মানুষের মাঝে এই ত্রান সামগ্রী বিতরন করা হয়।
রমজানের শুরু থেকে করোনার এই দুর্যোগ চলাকালীন সময় পর্যন্ত প্রতিদিন ১০০ পরিবারকে সামর্থ্য অনুযায়ী এই ত্রান সহায়তা দেয়ার কথা জানান এই যুবসমাজ। তাঁরা বলেন, আমরা কোন রাজনৈতিক দলের নই, শুধুমাত্র সমাজে মানবতার দায়বদ্ধতায় আমাদের এই উদ্যোগ।
যুব সমাজের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সার্বিক সহযোগীতার হাত বাড়িয়েছেন এসপি কামরুল হাসান ও এমডি গোলাম মহিউদ্দিন চৌধুরীর।
যুবসমাজে সেচ্ছায় এই মহতী কাজে প্রতিদিন কাজ করে যাচ্ছেন আলাউদ্দিন, আবসার, সাহেদ, সোহেল, অপু,লিটন, মুন্না রুবেল, সিদ্দিক খান, সাজু, সাজ্জাদ, আকাশ, তুফান,জিহাদ, রাকিব সহ আরো অনেকেই।
তাদের সাথে সহমত পোষন করে সহযোগীতার আশ্বাস দিয়েছেন ব্যবসায়ী রেজাউল মোস্তফা সুমন।