নোভেল করোনা ভাইরাসের কারণে দেশের এই দূর্যোগময় পরিস্থিতিতে চট্টগ্রাম শহরে অসহায় ও দরিদ্র মানুষের জন্য চমকে দেওয়ার মতো সব আয়োজন করে এবার ঈদের দিনে ঈদের আনন্দ ভাগাভাগি করলো অঙ্গীকার বাংলাদেশের সদস্যরা। যেখানে ঈদে ঘরে বসে পরিবার-পরিজনের সাথে ঈদ কাটানোর কথা, সেখানে এই পরোপকারী তরুণরা ছুটে চলেছে মানবতার সেবায়। এ যেন নিজের সুখ বিসর্জন দিয়ে পরের মুখে হাসি ফুটানোর আপ্রাণ চেষ্টা করলো “অঙ্গীকার বাংলাদেশ” এর এক ঝাঁক নিবেদিত প্রাণ তরুন।
ঈদের দিন দুপুরে ৮’শ ৫০ পিস এক লিটারের খাবারের বক্স নিয়ে ২০ জন ভলান্টিয়ার দুইটি পিকআপ আর তিনটি প্রাইভেট কার নিয়ে চট্টগ্রামের বিভিন্ন রাস্তা ও অলিগলিতে অসহায়, ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করেছে।
ঈদের স্পেশাল মেনু ছিল – ডিম দিয়ে মোরগ বিরিয়ানি, ফিরনী, জিলাপি আর পানির বোতল। এবার ভিন্নভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে “অঙ্গীকার বাংলাদেশ” এর সদস্যরা খুবই আনন্দিত ও পুলকিত। সফলতার সাথে ঈদের দিনে অসহায় দরিদ্র মানুষের মুখে একবেলা স্পেশাল খাবার উপহার দিতে পেরে ঈদের আনন্দ দ্বিগুন হয়েছে বলে মনে করছেন সংগঠনের অকুতোভয় স্বেচ্ছাসেবকরা।
প্রেস বিজ্ঞপ্তি :