শুভ সকাল ডেস্ক:-
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আরও এক সদস্য মোঃ মিজানুর রহমান। ইন্নাালিল্লাহী ওয়া ইন্নাইলাহি রাজিউন।
তিনি মহানগর গোয়েন্দা (দক্ষিন)বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব প্রাপ্ত ছিলেন।
দেশমাতৃকার সেবায় নিয়োজিত নির্ভীক এই পুলিশ সদস্যের মৃত্যুতে গভীর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর দুঃখ ও সমবেদনা জ্ঞাপন জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম।
উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মিজানুর রহমান গত ২৮ জুন, ২০২০ হতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউ তে স্থানান্তর করা হয়। পরে আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার ১৩ জুলাই, ২০২০ খ্রিঃ রাত ৩ঃ৪১ ঘটিকায় মৃত্যুবরণ করেন।