চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে স্পেশাল ম্যজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এর নেতৃত্বে আজ সকালে চট্টগ্রাম মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। নগরীর
ষোলশহরস্থ দুই নং গেইট মোড় সংলগ্ন বিপ্লব উদ্যানে শর্ত লংঘন করায় দোকান বন্ধ রাখার জন্য ইতোপূর্বে চট্টগ্রাম সিটি
কর্পোরেশনের মাননীয় প্রশাসক কর্তৃক নির্দেশ দেওয়া সত্বেও অভিযানকালে দুটি খাবারের দোকানের শার্টার অর্ধ অবস্থায় খোলা
পাওয়া যায়। দোকানের শার্টার খোলা রাখার দায়ে খাবারের দোকান ‘ডিস’ কে ৩ হাজার ও ‘ওল্ড টাউন’ কে ৩ হাজার টাকা সহ মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় শর্ত লঙ্ঘনের বিষয়টি নিস্পত্তি না হওয়া পর্যন্ত দোকান বন্ধ রাখার জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে
সহায়তা প্রদান করেন।
প্রেস বিজ্ঞপ্তি