আবদুল্লাহ আল মামুন ; (যশোর ) :-
যশোর মনিরামপুর উপজেলার মাসনা মাদ্রাসার সুযোগ্য মুহতামিম মুফতী ইয়াহইয়া সাহেবের প্রতিষ্ঠিত খেদমতে খলক্ব ফাউন্ডেশনের সারাদেশে ৫৭ তম দাফন সম্পন্ন।
৩০ আগস্ট রবিবার কুষ্টিয়া জেলার সদর থানার কুঠিপাড়া গ্রাম ২৯/২ লুৎফর মুন্সী সড়ক তোফাজ্জেল হোসেন (৫২) করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। এ খবর খেদমতে খলক্বকে জানালে কুষ্টিয়া সদর কাফন-দাফন টীম, টীম প্রধান মাওঃ আঃ মতিন (০১৭২২৯৫৩৯৫৫) এর সমন্বয়ে ছয় সদস্য টীম সেখানে পৌছায় এবং যথাযথ নিয়মানুযায়ী সুন্নাত তরিকায় গোসল ও কাফন-দাফন পরম যত্নে শেষ করেন।
খেদমতে খলক ফাউন্ডেশনের প্রচার বিষয়ক সমন্বয়কারী মুফতি সাইফুল ইসলাম জানান , ইতিমধ্যে ঢাকা জেলার, খিলক্ষেত থানায় ১জন, খুলনা বিভাগের ৬৩টি উপজেলার যশোর জেলার কোতোয়ালী থানায় ৭ জন, মণিরামপুর থানায় ৩ জন, অভয়নগর থানায় ৪ জন, বাগারপাড়া থানায় ১ জন, কেশবপুর থানায় ২ জন, শার্শা থানায় ২ জন, খুলনা জেলার খালিশপুর থানায় ৪ জন, ডুমুরিয়া থানায় ১ জন, তেরখাদা থানায় ১ জন, ঝিনাইদাহ জেলার কোটচাঁদপুর থানায় ১ জন, শৈলকুপা থানায় ৩ জন, হরিণাকুন্ডু থানায় ৪ জন, সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় ৬ জন, কালীগঞ্জ থানায় ১ জন , পাটকেলঘাটা থানায় ২ জন , কুষ্টিয়া জেলার সদর থানায় ৫জন, খোকসা থানায় ২ জন, মেহেরপুর জেলার সদর থানায় ১জন, চুয়াডাঙ্গা জেলার সদর থানায় ২ জন ও দামুড়হুদা থানায় ২ জন ,বাগেরহাট জেলার ফকিরহাট থানায় ১ জন সহ মোট ৫৭জন করোনা মৃতদের কাফন-দাফন সম্পন্ন হয়েছে।
খেদমতে খলক ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা বা করোনা উপসর্গ বা সাধারণ মৃত্যু বরণ করলে তার গোসল, কাফন-দাফনের জন্য খেদমতে খলক ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে (০১৯১১০১৯৭৪৪) নাম্বার দেন। উল্লেখ্য খুলনা বিভাগের প্রতিটি থানাতেই খেদমতে খলক ফাউন্ডেশন-এর কাফন-দাফনের প্রশিক্ষণ প্রাপ্ত স্বেচ্ছাসেবক টীম প্রস্তুত আছে এবং নিজস্ব ফ্রী এম্বুলেন্স সার্ভিস-এর ব্যবস্থা আছে।