ইজি শপিং সিটিজির এক লক্ষ সদস্য পুর্তি উপলক্ষে উদ্যোক্তাদের নিয়ে মিলন মেলার আয়োজন করেছে ইজি শপিং সিটিজি।
২৫ (সেপ্টেম্বর) শুক্রবার বন্দর নগরীর স্বাধীনতা কমপ্লেক্সের আহসান মন্জিলে এ মিলন মেলার আয়োজন করা হয়।
সকাল ১১ টায় ইজি শপিং সিটিজির এডমিন মোঃ রাকিব উদ্দিন কেক কেটে এক লক্ষ সদস্য পূর্তির মিলন মেলার উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, অল্প দিনেই ইজি শপিং সিটিজি এত জনপ্রিয় একটি মাধ্যম হবে আমি কখনো ভাবিনি,আপনারা আমাদের পাশে আছেন বলে সম্ভব হয়েছে,বিশেষ করে নারী উদ্যোক্তাদের আগ্রহ দেখে আমি আনন্দিত। তিনি বলেন গ্রাহকরা যাতে ভাল মানের প্রোডাক্ট পায় মিলন মেলার সব উদ্যোক্তাদের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ করেন,শুধুই ব্যবসায়িক চিন্তা না করে গ্রাহকদের কথাও মাথায় রাখতে হবে।
তিনি আরও বলেন কোয়ান্টিটি নয় পণ্যের কোয়ালিটি আপনাকে একজন সফল উদ্যোক্তা হতে সাহায্য করবে।
পাশাপাশি উদ্যোক্তারা স্টলের মাধ্যমে তাদের পণ্য বিক্রি ও প্রদর্শন করেন,বিশেষ করে নিজেদের তৈরী করা শাড়ি, থ্রি পিছ, নকশী চাদর,পাহাড়ী বস্ত্র,হরেক রকমের পিঠা,আচার,ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী শুটকি ছিল অন্যতম। মেলায় পুরাতন উদ্যোক্তার পাশাপাশি অসংখ্য নতুন উদ্যোক্তার উপস্থিতি ছিল চোখে পড়ার মত,উদ্যোক্তাদের মধ্যে অধিকাংশই ছিল নারী উদ্যোক্তা।
এসময় আরও উপস্হিত ছিলেন, ইজি শপিং সিটিজির এডমিন, মোঃ রাকিব উদ্দিন,মডারেটর হুমায়রা ইসলাম,ইসলাম, লোকমান হোসেন, ইফাত আরা রিয়া,সিফাত আল মনছুর ও এশিয়ান টিভির প্রতিনিধি মোঃ নিজাম উদ্দিন খান।
চট্টগ্রামের অসংখ্য নতুন নারী উদ্যেক্তাদের সপ্ন পুরনের অনবদ্য এক মাধ্যম এখন “ইজি শপিং সিটিজি “(এফ কমার্স প্লাটফর্ম টিম) পাশাপাশি পুরুষ উদ্যোক্তাও যুক্ত রয়েছেন জনপ্রিয় এই মাধ্যমে।
সংবাদ বিজ্ঞপ্তি :