অনতিবিলম্বে পেনশনার থেকে ২০% কর্তনকৃত টাকা ফেরৎ দিতে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন পরিবার পরিকল্পনা ( অবঃ) সরকারি কর্মচারী কল্যান পরিষদ । সোমবার ১৯ অক্টোবর সকাল ১১ টায় সংগঠনের কার্য্যালয়ে ইউসুফ মাষ্টার এর সভাপতিত্বে কার্য্যনির্বাহী সভায় এ দাবী তুলে ধরেন ।
সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আলাউদ্দিনের সঞ্চালনায় সভায় আলোচ্যসুচী উপস্থাপন করেন।
এছাড়াও অভিযোগ তুলে চট্টগ্রামে সেপ্টেম্বর ২০ ইং ও অক্টোবর ২০ ইং পেনশন উওোলন করতে গিয়ে কম পেনশন পাচ্ছে আবার অনেকে মাসিক পেনশন ও নির্ধারিত ব্যাংক জমা হচ্ছেনা , যার ফলে দ্রব্যমুল্যের বাজারে অসহায় পেনশানভোগীরা মানবেতর জীবন যাপন করছে। এছাড়াও ” বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি” অবসর ভবন ৭৫/ এ ধানমন্ডি আ/ এ ঢাকা-১২০৯ কতৃক সদস্য ফরম পরিবার পরিকল্পনা ( অবঃ) সরকারী কর্মচারী কল্যান পরিষদের সাধারণ সম্পাদক নিকট থেকে সংগ্রহের অনুরোধ করা গেল।
সংবাদ বিজ্ঞপ্তি