নিজস্ব প্রতিবেদকঃ-
সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়ীয়ার কথিত ভূমিদস্যু ইসমাইল মেম্বারের কবল থেকে সম্পত্তি রক্ষায় ও নির্যাতনের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী অসহায় প্রবাসী পরিবার । মঙ্গলবার ২৭ অক্টোবর চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রবাসী মোঃনুর সােলেমানের স্ত্রী তানজিলা আক্তার জানান , উপজেলার ৬নং বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদ’র ২নং ওয়ার্ডের ইসমাইল মেম্বার স্থানীয় গুন্ডাবাহিনী নিয়ে অন্যায়ভাবে আমার স্বামীর জায়গার উপর দিয়ে জোরপূর্বক রাস্তা তৈরি করতে মরিয়া হয়ে উঠেছে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান জাহাঙ্গীর সাহেবকে জানালে তিনি বলেন, উক্ত জায়গায় কোন রাস্তার প্ল্যানিং নেই, তাছাড়া এ বিষয়ে তিনি ইসমাইল মেম্বারকে সতর্ক করেন।
তানজিলা আরো জানান, ইসমাইল মেম্বার দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে অহেতুক শত্রুতা করে আসতেছেন,সেই সূত্র ধরে প্রায় সময় আমাদেরকে হুমকি দিয়ে থাকেন এবং বিভিন্ন সময় তার স্থানীয় পোষা গুন্ডা বাহিনী নিয়ে অন্যায়ভাবে আমাদের কাছে টাকা (চাঁদা) দাবী করেন। এছাড়াও প্রায় সময় রাতে আমাদের ঘরের চালে ইট পাটকেল ছুড়ে আমাদের ভয় দেখায়।
এ বিষয়ে তানজিলা আক্তার স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন।
উল্লেখ্য , ভুক্তভোগী প্রবাসী মোঃনুর সােলেমানের বাড়ী চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উত্তর বাঁশবাড়ীয়া আলী আহমদ হালাদার বাড়ি ।