নিজস্ব প্রতিবেদকঃ-
চট্টগ্রামের সিতাকুন্ডে ব্যক্তি মালিকানা জায়গার উপর দিয়ে জোর জবর রাস্তা নির্মানের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি মেম্বার ইসমাইলের বিরুদ্ধে। সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার ইসমাইলের বিরুদ্ধে এমন অভিযোগ জানিয়েছেন একই ওয়ার্ডের আলী আহমেদ হালদার বাড়ির প্রবাসী নুর সোলাইমানের স্ত্রী তানিজিলা আক্তার ও তাঁর বৃদ্ধা মা।
তাঁরা জানান, আমাদের ক্রয়কৃত সম্পত্তি অর্থাৎ বর্তমানে আমাদের নির্মিত বাড়ির অংশে অন্যায়ভাবে জোর খাটিয়ে রাস্তা তৈরি করতে চান ২ নং ওয়ার্ডের ইসমাইল মেম্বার । তিনি দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে অহেতুক শত্রুতা পােষন করে আসছেন, এছাড়াও ইসমাইল মেম্বার প্রায় সময় আমাদেরকে বিভিন্ন প্রকার হুমকিও দিয়ে আসছেন। বিভিন্ন সময় তার গুন্ডা বাহিনী নিয়ে অন্যায়ভাবে টাকা দাবী করে আসছেন ।
প্রবাসী নুর সোলায়মানের স্ত্রী বলেন, বাড়ির অন্যান্য লোকেরা চলাচলের জন্য বিকল্প রাস্তা থাকা সত্বেও ইসমাইল মেম্বার একটি মহলের ছত্রছায়ায় ও ক্ষ্মতার দাপটে আমাদের বাড়ির জায়গায় রাস্তা নির্মাণ করতে মরিয়া হয়ে উঠেছেন, অন্যথায় তাঁকে মোটা অংকের টাকা দিলে আর রাস্তা নির্মান করার চেষ্টা করবেনা ।
বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হলে প্রতিবেদনে ইসমাইল মেম্বারের জোর জবর রাস্তা নির্মাণের বিষয়টির সত্যতা পাওয়া যায়।
অভিযোগের বিষয়টি অস্বীকার করে ইসমাইল মেম্বার জানান, আমি জনপ্রতিনিধি হিসেবে জনগনের পক্ষে কাজ করছি, আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা, তবে কারো ব্যক্তিমালিকানা জায়গা দিয়ে যদি ঐ ব্যক্তি রাস্তা করতে না দেয় তাহলে আমার কিছু করার নেই ।
এর আগে গত ২৭ শে অক্টোবর চট্টগ্রাম প্রেস ক্লাবে ইসমাইল মেম্বারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী প্রবাসী পরিবার।
এসময় তাঁরা কথিত ভুমিদস্যু ইসমাইল মেম্বারের কবল হতে সম্পত্তি রক্ষার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানান।