প্রেস সংবাদঃ-
নগরীর এয়াকুব আলী স্কুল রোড যুব সংঘের উদ্যোগে শুক্রবার ২৪ মে ১৮ রমজান ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মওলানা মোহাম্মদ ওমর ফারুক নঈমী। তিনি বক্তব্যে রমজানের তাৎপর্য নিয়ে বিভিন্ন কথা বলেন,সেই সাথে এলাকার মাদক বিরোধী কার্যক্রমে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উপদেশ দেন। শেষে তিনি আল্লাহ তায়ালার দরবারে সবাই যেনো এই রমজান মাসে শুদ্ধ হয়ে ইমান আকিদা বৃদ্ধি পাওয়ার এবং এলাকার যুব সমাজ যেনো মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা পায় এই উদ্যেশ্যে মোনাজাত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন এলাকার সম্মানিত ব্যক্তি সিরাজুল হক,রফিক সওঃ,জাগির হোসেন,মামুন,আজাদ,জুয়েল,বাবলু,
আহাদ,রবিন,আবুল কালাম,মুরাদ,মাহবুব,জাহেদ,আবদুল মামুন প্রমুখ।