নিজস্ব প্রতিবেদকঃ-
আগামী শুক্রবারের মধ্যে চরমোনাই ও হেফাজতকে নিয়ে সাম্প্রদায়িক উস্কানি মূলক স্লোগানের বিষয়ে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে নামতে বাধ্য হবে বলে আল্টিমেটাম দিয়েছেন আইএবি নেতৃবৃন্দের ।
গতকাল বিকেলে সিএমপি উপ-পুলিশ কমিশনার আব্দুল ওয়ারিশের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠকে এসব জানান। এসময় হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নামক সংগঠনের কতিপয় উগ্র কর্মীদের চরমোনাই ও হেফাজতকে নিয়ে সাম্প্রদায়িক উস্কানি মূলক স্লোগানের বিষয়ে উপ-পুলিশ কমিশনার সকলকে আশ্বস্ত করেন যে,এ বিষয়ে গোয়েন্দা সংস্থা ও থানায় কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে । সঠিক তদন্তের মাধ্যমে এই উস্কানিমূলক শ্লোগানের মূলহোতাদের খুঁজে বের করা হবে।
উপ-কমিশনার আরো বলেন, এটি আমাদের নখদর্পণে আসার পর-পরই আমরা বিস্তারিত কার্যক্রম শুরু করে দিয়েছি এবং ভিডিও ফুটেজ দেখে এ বিষয়টি ফাইন্ড আউট করার কার্যক্রম চলছে। যারাই এ ধরনের উগ্রতা এবং জবাই করো স্লোগান দিয়েছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
আইএবি চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ বলেন, আমরা চাই এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সকল ধর্মের লোক সমান ভাবে বসবাস করতে। আর ইসলাম সেটাই শিক্ষা দেয়। কিন্তু একটি গোষ্ঠী বারবার এদেশে উস্কানিমূলক বক্তব্য দিয়ে জাতিগত ও ধর্মীয় দাঙ্গা বাধাতে সবসময় চেষ্টা করে আসছে। এভাবে যদি চলে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ, আমাদের শরীরেও রক্ত মাংস আছে, প্রয়োজনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে কমিশনার মহাদয় সহ আমরা ইসলামী আন্দোলন ও ওলামায়ে কেরাম একটা বৈঠক করতে পারি। এ বিষয়ে নেতৃবৃন্দ উপ-কমিশনারকে পরামর্শ দেন।