নয়ন রহমানঃ-
ঈদের আগেই ধ্রুব মিউজিক ষ্টেশন (ডিএমএস) এর ব্যানারে ইউটিউব চ্যানেলে আসছে জামশেদ শামীমের আরো একটি নতুন মিউজিক ভিডিও “ভুলিয়া না যাইয়ো” ।
আগামী ৩০ মে ঈদের বিশেষ আকর্ষণ হিসেবে ডিএমএস এর ইউটিউব চ্যানেলে আসছে জনপ্রিয় কন্ঠ শিল্পী কাজী শুভ’র কন্ঠে,পাগল হাসানের কথা ও সুরে,রাফি মুহাম্মদের সংগীতায়োজনে এবং মাহিন আওলাদের মৌলিক গল্প ও পরিচালনায় “ভুলিয়া না যাইয়ো”। মৌলিক গল্পের উপর গানটির মিউজিক ভিডিওটি তৈরী করা হয়েছে।
গানটির বিষয়ে শুভ সকালকে দেয়া সাক্ষাৎকারে কাজী শুভ’র বলেন, ঈদে একাধিক গান প্রকাশ হলেও ” ভুলিয়া না যাইও” নিয়ে আমার আগ্রহটা একটু বেশি। শ্রোতাদের পছন্দের তালিকায় থাকবে এই গানটি, এটা আমি বলতে পারি।বাকিটা শ্রোতারাই বিবেচনা করবেন।
কথা হয় নির্মাতা মাহিন আউলাদের সাথে তিনি বলেন , আমি বরাবরই মৌলিক গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি।লোকেশন এবং নির্মাণ দর্শক হৃদয়ে দাগ কাটবে আমার বিশ্বাস। আর গানটিও হৃদয়ে দোলা দেওয়ার মত।
এতে অভিনয় করেছেন দহন সিনেমা ক্ষ্যাত এই সময়ের ব্যস্ত মডেল ও অভিনয় শিল্পী জামশেদ শামীম ও নুসরাত জাহান জেরী।
এই বিষয়ে কথা হয় এই গানের মডেল জামশেদ শামীমের সাথে। তিনি বলেন শুভ সকাল প্রতিবেদককে বলেন,
গ্রাম বাংলার গল্প নিয়ে তৈরি হয়েছে মিউজিক্যাল ফিল্ম “ভুলিয়া না যাইও ” আশা করছি সবার প্রত্যাশা পূরণ করবে এই মৌলিক গল্পের গানটি।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শুভ সকালকে জানানো হয়, গানটি আগামী ৩০ মে তাদের ইউটিউবে প্রকাশ করা হবে।পাশাপাশি এটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক ও বাংলালিংক ভাইবে।