সোসাইটি ফোর ক্রিয়েটিভ কালচার বাংলাদেশ কর্তৃক আয়োজিত “এসসিসি-বিডি জাতীয় অনলাইন প্রতিযোগিতা ২.০” এর ফলাফল আগামী ২২ নভেম্বর রবিবার সন্ধ্যা ৭ টায় বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এসসিসি-বিডির সম্মানিত চেয়ারম্যান ফরহাদুল ইসলাম বিপ্লব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহঃ অধ্যাপক জনাব আব্দুল্লাহ আল মামুন, এছাড়াও বিশেষ অথিতি এবং সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন এসসিসি-বিডির অনুষ্ঠান বিষয়ক পরিচালক মো:আহানাফ শাহারিয়ার এবং অনুষ্ঠানটির পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন এসসিসি-বিডির সম্মানিত প্রধান নির্বাহী পরিচালক এসকে জাহিদ হাসান।
প্রতিযোগিতায় সারাদেশ থেকে ১৩০ জন প্রতিযোগি অংশ নিয়েছেন। প্রতিযোগিতায় চারটি সিগমেন্ট ছিলো, ১ .মোবাইল ফটোগ্রাফী ২.পেইন্টিং ৩.স্কেচ ৪. ভিডিওগ্রাফি।
অনুষ্ঠানটি জুম ক্লাউড এপসের মাধ্যমে অনুষ্ঠিত হবে। সোসাইটি ফোর ক্রিয়েটিভ কালচার বাংলাদেশ এর ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচার দেখা যাব।
সংবাদ বিজ্ঞপ্তি