সংযুক্ত আরব আমিরাত রাস আল কাইমা (আর এ কে) চট্টগ্রাম প্রবাসী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নানের নামাজে জানাজা আজ শনিবার বেলা ৩ টায় চট্টগ্রামের হাটহাজারীর ফতেপুর মদন হাট উচ্চ বিদ্যালয় মাঠে (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গেইট) অনুষ্ঠিত হয়েছে । পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (২ নং গেইট) আল- আমিনবাগপারিবারিক কবরস্হানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য , তিনি সংযুক্ত আরব আমিরাতের আর.এ.কে’ র একটি হাসপাতালে গত ১০ ডিসেম্বার হ্রদযন্ত্রের ক্রিড়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার সকাল ৭টায় বাংলাদেশ বিমান যোগে তার লাশ চট্টগ্রাম শাহ আমান আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে এসে পৌছে । মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর তিনি স্ত্রী,এক ছেলে,তিন মেয়ে,নাতি, নাতনি সহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন।
চার দশকের বেশী সময় ধরে তিনি সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ কারী হিসেবে প্রবাসে কর্মসংস্হান সৃষ্টি ও রেমিটেন্স যোদ্বা হিসেবে অসমান্য অবদান রেখেছেন। আলহাজ্ব আব্দুল মান্নান হাটহাজারীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশ ইউএই প্রবাসী হাউজিং লিঃ ও ফতেপুর সানাউল্লাহ পাড়া জামে মসজিদের সভাপতি সহ একাধিক প্রতিষ্টানের গুরুত্বপুর্ন দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম নাজিরহাট-খাগড়াছড়ি বাস-মিনবিাস মালিক সমিতির সদস্য ছিলেন।
আলহাজ্ব আবদুল মান্নান চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা.শামসুন নাহার বিনতে মান্নান ও চিটাগাং গ্রামার স্কুলের শিক্ষক নুরুন নাহার মিতার বাবা।
সংবাদ বিজ্ঞপ্তিঃ