মোহাম্মদ আব্দুল গফুরঃ
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক এস এম আলমগীর।
তিনি রবিবার(২০ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টায় চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সুত্রে জানাযায় যে, এস এম আলমগীর সপ্তাহ খানিক পূর্বে বুকে ব্যাথা নিয়ে ম্যাক্স হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন এবং কিছুটা সুস্থ হয়ে বাসায় ফেরেন।
এদিকে তার পারিবারিক সুত্রে জানাগেছে যে, হঠাৎ বুকের ব্যাথা প্রচন্ড ভাবে বেড়ে যাওয়ায় গত দুইদিন আগে তাকে তারা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ভর্তি করায়।
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল সুত্রে জানায়, এস এম আলমগীর গত দুইদিন পূর্বে বুকের ব্যাথা নিয়ে জেনারেল হাসপাতালে ভর্তি হন। বিকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি দেখা যায় এবং রাত আনুমানিক ১১ টার দিকে তিনি মৃত্যু বরন করেন।
উল্লেখ্য , বর্তমান কাউন্সিল মো. জহুরুল আলম জসিম এর পূর্বে ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর হয়ে দায়িত্ব পালন করেন এসএম আলমগীর।