চট্টগ্রামের সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন কালার্স একাডেমির ৪র্থ বর্ষ পুর্তি উপলক্ষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম সারমন স্কুলের মাঠ প্রাঙ্গনে মুক্তমঞ্চে ফারজানা ফারজু ও তন্নীর সঞ্চালনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এতে দেশাত্মবোধক গানে চট্টগ্রামের স্বনামধন্য নৃত্য শিল্পীরা অংশ নেন, নৃত্য পরিচালানা করেন ফরহাদ শাহরুখ , এবং চট্টগ্রামের জনপ্রিয় মডেলদের দিয়ে বিভিন্ন ফ্যাশন হাউজের ডেস এর ফ্যাশন কিউ প্রদর্শন করা হয়। ফ্যাশন কিউ পরিচালনা করেন. ইফরান আনোয়ার ও প্রসোনজিৎ চৌধুরী জীবন।
এইসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল আলম বাবু সাধারণ সম্পাদক জেলা শিল্পকলা একাডেমি, মিসেস উম্মে হাবিবা আঁখি, কালার্স একাডেমির প্রধান উপদেষ্টা,হাজী মুহাম্মদ সেলিম রহমান সাধারণ সম্পাদক কাপাসগোলা ইউনিট আওয়ামীলীগ, চকবাজার ওয়ার্ড, চট্টগ্রাম মহানগর। লোকমান চৌধুরী রাসু বিশিষ্ট সঙ্গীত শিল্পী চট্টগ্রাম বেতার ও বাংলাদেশ টেলিভিশন কেন্দ্র। আবছার উদ্দিন অলি। সাংবাদিক ও গীতিকার ফরহাদ,শিউলী, সিফাত, প্রাচী, মুমিন,জুই, সাজু, এস বি ও ইফরান সহ আর ও সকল সদস্য বৃন্দগন।
সংবাদ বিজ্ঞপ্তি