নিজস্ব প্রতিবক :-
দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এতিম অসহায় ও অভুক্তদের মাঝে খাবার বিতরণ নিয়ে কাজ করে যাচ্ছে একটি সংগঠন “প্রিয় বাংলাদেশ”।
“প্রিয় বাংলাদেশ ” নামের এই সংগঠনের ফুড ফোর্সের এডমিন ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম এর জম্মদিন উপলক্ষে এতিমদের সাথে নিয়ে কেক কেটে ও খাবার বিতরনের মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করা হয়।
২৩ জুন রবিবার দুপুর ২ টায় চট্টগ্রাম নগরীর টাইগার পাস সংলগ্ন মদীনাতুল উলুম আল-ইসলামিয়া এতিমখানার এতিম শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা হয়।পরে শিক্ষার্থী ও শিক্ষদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় কেক,মিষ্টি ও স্পেশাল হরেক রকম খাবারের আয়োজন করা হয়।
এসময় প্রিয় বাংলাদেশের আরেক এডমিন মো: শাহজাহান শুভ সকালকে বলেন, অসহায় এর মাঝে খাবার বিতরণ “প্রিয় বাংলাদেশ ফুড ফোর্স ” একটি যুগান্তকারী প্রজেক্ট। প্রিয় বাংলাদেশ ফুড ফোর্সের মাধ্যমে দেশের অসহায়,অভুক্ত, এতিম,গরিবদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, প্রিয় বাংলাদেশের এডমিন লায়ন চৌধুরী আনোয়ারুল আজিম মাসুদ, মুহাম্মদ শাহজাহান, জাহেদুল আলম মুন্না, নীল জামশেদ, আবদুল আলিম রানা, মিজানুর রহমান, বেলায়েত হোসেন বুলু, ইন্জিনিয়ার জহিরুল ইসলাম, মোহাম্মদ সোহান, ওসমান আবেদী, আরফানুর রহমান নয়ন, মুহাম্মদ সুমন, জুনায়েদ হাসান সহ অন্যান্য সদস্যরা অংশ নেন।
কার্যক্রম শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে এক বিশেষ মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে উক্ত আয়োজন সম্পন্ন হয়।