বিগত বছরগুলোতে প্রতি রমজান মাসে এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর জিইসি মোড়স্থ ক্যাম্পাসে রোজাদার সর্বসাধারণের জন্য উম্মুক্ত ইফতার মাহফিল আয়োজন করা হলেও করোনা সংক্রমণের দ্রুত বিস্তার রোধে সরকারি নিষেধাজ্ঞার কারণে গত বছর থেকে তা আয়োজন করা সম্ভব হচ্ছে না।
তবে গত বছরের মতো এবছরও প্রথম রোমজান থেকে ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে নগরীর ৪১টি ওয়ার্ডের
বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দুস্থ, অস্বচ্ছল ও গরীব রোজাদারদের হাতে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে প্যাকেটজাত ইফতার বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই কার্যক্রম পুরো রমজান মাস চালু থাকবে বলে জরানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহানুল হাসান চৌধুরী সালেহিন ।
সংবাদ বিজ্ঞপ্তিঃ