পবিত্র রমজান মাস উপলক্ষে পথচারী রোজাদারদের মাঝে সেহেরী বিতরন করেছে সেচ্ছাসেবী সংগঠন টিম পজেটিভ বাংলাদেশ (চট্টগ্রাম শাখা )।
বুধবার ২১ (এপ্রিল) অষ্টম রমজানের মধ্যরাতে টিম পজেটিভ বাংলাদেশ (চট্টগ্রাম শাখার) সদস্য কামরুজ্জামান রুমেন এবং তার সহধর্মিণী লুৎফুন নেসা রাহি’র সহায়তায় শতাধিক পথচারী রোজদারকে সেহেরী পৌঁছে দেওয়া হয়।
কামরুজ্জামান রুমেন বলেন, দেশে চলমান করোনা পরিস্থিতিতে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সেহেরী বিতরণের কর্মসুচির অংশহিসাবে শহরের বিভিন্ন স্থানে ছিন্নমূল, কর্মহীন, খেটে-খাওয়া মানুষের মাঝে আমরা সেহেরি বিতরণ করেছি। এ সকল অসহায় মানুষের পাশে দাড়াতে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি। পুরো রমজান মাসব্যাপী আমাদের সেহরি বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন টিম পজিটিভ বাংলাদেশ চট্টগ্রাম শাখার সদস্য রবিউল হাসান,মুরাদ,রুবেল,সামি প্রমুখ।
সংবাদ বিজ্ঞপ্তিঃ