নিজস্ব প্রতিবেদকঃ-
কক্সবাজার জেলার চকরিয়ায় উপজেলার শাহারবিল ইউনিয়নে মাতামুহুরী নদীর পানিতে ডুবে নিখোঁজের ৪ ঘণ্টা পর এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের টীম । উদ্ধারকৃত শিশুর নাম সাকি জান্নাত (১২) ।
জানা গেছে , বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সাকি জান্নাত (১২) । নিখোঁজের পর চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ইউনিট গিয়ে ব্যর্থ হলে, কন্টোর্ল রুম থেকে খবর পেয়ে চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডুবুরী ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার তৎপরতা চালায় । এরপর ফায়ার সার্ভিসের ডুবুরিদল বিকাল সাড়ে ৩টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ।
উদ্ধারকৃত শিশু সাকি জান্নাত উপজেলার শাহারবিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড রামপুর মাতব্বর পাড়ার মোরশেদ আলমের মেয়ে।
স্থানীয়রা জানায় , বাড়ির পাশে মাতামহুরী নদীতে গোসল করতে নামে সাকি। পরে বাড়িতে না ফেরায় খোঁজ নিতে থাকে মা। এক পর্যায়ে তার সঙ্গে গোসল করতে যাওয়া অপর এক শিশু সাকি পানিতে ডুবে গেছে বিষয়টি বলার পর স্থানীয় লোকজন জাল দিয়ে সাকির খোঁজ নিতে থাকে। পরে ফায়ার সার্ভিসের সদস্য ডুবুরী রাজিব লাশটি রাজিব লাশটি বিকাল সাড়ে তিনটার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে।