নিজস্ব প্রতিবেদকঃ-
সারাদেশে আজ করোনা মহামারী। এতে দুর্ভোগের পড়েছে পুরোদেশ। ২য় ঢেউ মোকাবেলায় দেয়া হয়েছে। লাগামহীন লকডাউনের কারণে আর্থিক ভাবে পিছিয়ে পড়া হতদরিদ্র পরিবারের কথা বিবেচনায় নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অ্যাসোসিয়েশন অব অ্যালায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল চট্টগ্রাম প্রেস, জেলা ১০২৪ চট্টগ্রাম এর উদ্যোগে নিন্মবিত্তদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
১১ই মে মঙ্গলবার দুপুরে পাহাড়তলীতে শুভ সকাল নিউজ অফিস প্রাংগনে প্রায় অর্ধশতাধিক পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক এম এ আশরাফ উদ্দীন এর পরিচালনায় সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন আরিফ এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা গভর্নর লায়ন জাফর উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম উপ-গভর্নর অ্যালায়েন্স মোহাম্মদ ইলিয়াস সিরাজী, সংগঠনের মন্ত্রিপরিষদ কোষাধ্যক্ষ অ্যালায়েন্স এস এম আজিজ।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন জাফর উল্লাহ বলেন, প্রাথমিকভাবে আমরা অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে আমাদের ক্লাবের পথ যাত্রা শুরু করেছি মাত্র। ইনশাআল্লাহ সকলের দোয়ায় ঈদের পর আমরা আরো নতুন নতুন কিছু মানবিক কাজ করার উদ্যোগ নিয়েছি। আমরা প্রতিবন্ধীদের বিভিন্ন ভাবে সহযোগিতা করারও চিন্তা মাথায় রেখেছি, এছাড়াও সংগঠনের পক্ষে ব্যক্তিগতভাবে আমি মানবিক কাজে আর্থিকভাবে আমার সাধ্যমত সর্বোচ্চ উজাড় করে দিব। তাছাড়াও অসহায়দের কে স্থায়ীভাবে স্বাবলম্বী করার জন্য আমরা বিভিন্ন প্রকল্পের উদ্যোগ নিয়েছি।
এ সময় বিশেষ অতিথি রোটারিয়ান এস এম আজিজ বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আসুন আমরা একে অপরের প্রতি সহানুভূতি দেখিয়ে, স্বাবলম্বী ব্যক্তিরা করোনার এই দুর্যোগ মুহূর্তে সহায়-সম্বলহীন মানুষের পাশে দাঁড়াই।
সাংগঠনিক সম্পাদক জুনায়েদ হাসানের সার্বিক ব্যবস্থাপনায় ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব অ্যালায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল চট্টগ্রাম প্রেস এর সদস্য মোঃ আব্দুল আওয়াল মুন্না, মোঃ রিয়াজ উদ্দিন, মোঃ রাইহানুল ইসলাম, মোঃ মাহবুবুর রহমান, মুনমুন আহমেদ প্রমুখ।