নিজস্ব প্রতিবেদকঃ-
চট্টগ্রামে অফিস উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আজকের সমাচার ডট কম’র ।
শুক্রবার ( ১১ জুন ) নগরীর হালিশহরস্থ ঘাসি মাঝির পাড় ক্যাইসা পুকুর পাড় এলাকায় এই অফিস উদ্বোধন করা হয়।
এসময় উদ্বোধনকালে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন পেশার মানুষ দৈনিক আজকের সমাচার ডট কম এর প্রকাশক ইয়াছিন আরাফাত এবং সম্পাদক মোঃ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন । এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক আলোকিত দেশ পএিকার প্রকাশক ও সম্পাদক কে এম রুবেল, দিন প্রতিদিন পএিকার সহ সম্পাদক আব্দুস সামাদ রুবেল, জয়েন্ট ভেঞ্চার সোসাইটির উপদেষ্টা মোজাম্মেল হোসেন নান্টু, শুভ সকাল ডট নিউজ’র সম্পাদক জুনায়েদ হাসান, সাংবাদিক মনজুর আহমেদ সোহেল, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আশরাফ উদ্দিন । এছাড়াও অনুষ্ঠানে আগত অন্যান্য সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন ।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, অনলাইন পোর্টাল দৈনিক আজকের সমাচার বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও নির্যাতিত জনগনের পাশে থাকবে , এছাড়াও সংবাদ প্রকাশের মাধ্যমে দেশকে বিশ্বের উচ্চ স্থানে নিয়ে যাবে ।
এসময় অতিথিরা অনলাইন পোর্টাল দৈনিক আজকের সমাচার ডট কম এর সাফল্য কামনা করেন।