আফরোজা রিফাত:-
টানা দুইদিনের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম শহর। এতে দুর্ভোগে পড়েছে চাকুরীজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী সহ সাধারন জনগন। চট্টগ্রামের কয়েকটি এলাকা ছাড়া বাকী প্রায় এলাকাগুলো ভারী বর্ষনে পানিতে তলিয়ে গেছে। তবে এতে কোন দুর্ঘটনার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। নগরীর বেশ কয়েকটি এলাকা ঘুরে সরেজমিনে দেখা গেছে ভারী বৃষ্টিপাতের কারনে নগরীর প্রায় রাস্তায় যান চলাচলে বিঘ্নিত হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছে দুর্ভোগে পড়া সাধারন জনগন। এসবের মধ্যে উল্লেখযোগ্য এলাকাগুলো, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দার হাট মোড়, মুরাদপুর মোড়, শোলক বহর এলাকা, দুই নাম্বার গেইট এলাকা, অক্সিজেন মোড়, বাদশা মিয়া পেট্রোল পাম্প, জিইসি মোড় থেকে খুলশী,শিল্পকলা এলাকায় মোহাম্মদ আলী রোড, ওয়ারলেস গেইট মুরগি ফার্ম, প্রবর্তক মোড়, চকবাজার গুলজার মোড় ,বাদুরতলা জঙ্গি শাহ মাজার মোড়, ডিসি রোড, ওয়াসা মোড়, নিউ মার্কেট থেকে আমতল, নিউ মার্কেট থেকে বিআরটিসি মোড়, জামাল খান মোড়, চৌমুহনী থেকে কদমতলী মোড়, আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে এক্সেস রোড, সদরঘাট মোড়,সল্টগোলা ক্রসিং, ইপিজেড থেকে বন্দরটিলা, মনসুরাবাদ পুলিশ লাইন এলাকা,অলংকার মোড়,রংগীপাড়া, হালিশহর, সহ আরো কিছু এলাকা।