নিজস্ব প্রতিবেদক :-
দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এতিম অসহায় ও অভুক্তদের মাঝে খাবার বিতরণ নিয়ে কাজ করে যাচ্ছে একটি সংগঠন “প্রিয় বাংলাদেশ”।
“প্রিয় বাংলাদেশ ” নামের এই সংগঠনের ফুড ফোর্সের এডমিন আব্দুল আলিম রানা এর ছোট মেয়ে নাজিফা তাবাস্সুম আদিবার এর জন্মদিন উপলক্ষে এতিমদের সাথে নিয়ে বাহারি খাবার বিতরনের মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করা হয়।
১০ জুলাই দুপুর ২ টায় চট্টগ্রাম নগরীর রামপুর বড়পুকুর পাড়স্থ মঈন উদ্দীন মিন্টু ফাউন্ডেশন এতিমখানার এতিম শিক্ষার্থীদের মাঝে এই বাহারি খাবারের আয়োজন করা হয়। শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রিয় বাংলাদেশের এমন কাজের জন্য প্রশংসা ও দোয়া করেন।
এসময় প্রিয় বাংলাদেশের এডমিন মো: শাহজাহান শুভ সকালকে বলেন, অসহায় এর মাঝে খাবার বিতরণ “প্রিয় বাংলাদেশ ফুড ফোর্স ” একটি যুগান্তরকারী প্রজেক্ট। প্রিয় বাংলাদেশ ফুড ফোর্সের মাধ্যমে দেশের অসহায়,অভুক্ত, এতিম,গরিবদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।তিনি দেশের স্বচ্ছল মানুষকে এসব এতিম ও অসহায়দের সহযোগিতা দিতে বিশেষ ভাবে অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন প্রিয় বাংলাদেশের আনোয়ারুল আজিম চৌধুরী, জাহেদুল আলম মুন্না, জামশেদ, আব্দুল আলিম রানা,শাহজাহান, এডভোকেট মোঃ জাহেদ, মারজুক মুন্না,রুবায়েত, হাসান, রাজু, সাজ্জাদ হোসাইন, জুবায়ের খান, আলহাজ আবুল কাসেম আহবায়ক আওয়ামীলীগ ২৫ নং রামপুর ওয়ার্ড, মো:পারভেজ, জামসেদ চৌধুরী,নিজাম উদ্দীন, হাদায়েত উল্যা রিপন প্রমুক।
কার্যক্রম শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে এক বিশেষ মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে উক্ত আয়োজন সম্পন্ন হয়।