কুরবানি ব্যাংক এর ভিন্ন উদ্যেগে চট্টগ্রামে অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন হোপ ফাউন্ডেশন।
২১শে জুলাই সারাদেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আযহা। তবে এই ঈদে যেন নেই আগের সেই আনন্দ উচ্ছ্বাস, ভালো নেই আমাদের এই পৃথিবী, ভালো নেই আমরা; আমাদের আশেপাশের মানুষ।
সমাজের কিছু মানুষ ঈদ পালন করলেও করোনা মহামারীতে অসহায়, হত দরিদ্র, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে ছিলো না সেই আমেজ। তাই বলে কী বন্ধ ছিলো ঈদের আনন্দ?? না ! কারণ ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই কুরবানের আনন্দ বেড়ে যায় ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে। আর এই আনন্দকে বাড়িয়ে তুলতে প্রতিবছরের ন্যায় এইবারও ৬ষ্ঠ বারের মতো হোপ ফাউন্ডেশন কর্তৃক আয়োজন করা হয় “ঈদ আনন্দ।
” হোপ ফাউন্ডেশনের ক্যাবিনেট, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় “কুরবানি ব্যাংক” এর মাধ্যমে প্রাপ্ত সামগ্রী নিয়ে ২৩ জুলাই,২০২১ তারিখে হোপ স্কুল ও ছাত্র ছাত্রী সহ ৩৫০ জন মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। আর ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নিতে উপস্থিত ছিলেন হোপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমরান সাঈদ রবিন, প্রেসিডেন্ট আশিক ইতাজ, এক্সিকিউটিভ বোর্ড মেম্বার নাজমুল ইসলাম অনিক, আসিবুর রহমান, সিনিয়র সদস্য, জাহিদুল ইসলাম, নূর মোহাম্মদ মেহেদী।
প্রেস বিজ্ঞপ্তি ;