চট্টগ্রামের বাকলিয়া থানার কালামিয়া বাজারস্থ পূর্ব বাকলিয়া খালাসির বাড়ীর স্থায়ী বাসিন্দা মোহাম্মদ ইকবাল (৩৬), পিতা মোহাম্মদ হোসেন,মাতা নুর জাহান বেগম। তিনি গত দুই বছর যাবত কিডনী রোগে আক্রান্ত। তার এই রোগের চিকিৎসার তার কোনো প্রকার উন্নতি দেখা না গেলে গত ৫ মে ‘১৯ইং তাকে ভারতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ভারতে চিকিৎসাধীন আছেন। এলাকাবাসী জানিয়েছেন তার চিকিৎসার ব্যয় ভার বহনে তার পরিবার এখন নিঃস্ব প্রায়, এলাকাবাসী ও ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ হারুন-উর-রশিদ (হারুন) এর সহায়তায় বিভিন্ন স্কুল কলেজ থেকেও আর্থিক সহায়তা নেওয়া হচ্ছে। তার চিকিৎসার জন্য প্রায় ৮-১০ লক্ষ টাকার প্রয়োজন। তাই সকলের প্রতি মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন অত্র বাড়ির সংগঠন খালাসির বাড়ি ঐক্য পরিষদ ও তার এলাকার সাধারণ মানুষরা।
আর্থিক সাহায্য করতে যোগাযোগ করুন- এলাকাবাসী 01851327446 ছিদ্দিক আজাদ আরজু
01831441677 মোহাম্মদ সেকান্দর
আপনার সাহায্যে বাচতে পারে একটি মানুষের জীবন।