এম এ আশরাফ :-
বঞ্চিত শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম বন্দর নগরীর ইপিজেড কর্ণফুলী মডেল স্কুলে খুন,ধর্ষণ,নারী ও শিশু নির্যাতন বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বঞ্চিত শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী’র পরিচালনায় ও সংগঠনের চেয়ারম্যান প্রকৌশলী শাহীন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভির) উপস্থাপক ও চট্টগ্রাম রিপোর্টারস ইউনিটি’র সভাপতি সাংবাদিক সৈয়দ দিদার আশরাফী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় দুর্নীতি দমন কমিশন (দুদক)’র (সাবেক) পাবলিক প্রসিকিউটর (পিপি) এড.মো: হাবিবুর রহমান আজাদ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,প্যাসিফিক জিন্স গ্রুপের ডাইরেক্টর সৈয়দ মো:তানছীর, সংগঠনের ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম কর আইনজীবী সমিতির কার্যকরী সদস্য মো: আবছার উদ্দিন, ভাইস চেয়ারম্যান এম এ জলিল, প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক এম এ আশরাফ,প্রতিষ্ঠাতা সদস্য উৎপল কুমার দাশ, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো: এনায়েত হোসেন,সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম,প্রধান শিক্ষক মো: মিরাজ হোসেন, মো: ইউসুফ রানা,মো:সাইফুল, অমরেশ বড়ুয়া, উৎপল কান্তি দাশ, মো: ওমর ফারুক নয়ন, মো: কামাল হোসেন, মো: আলাউদ্দীন, শেখ ফরিদ রিপন,মো: সোহাগ রিপন, মো: সাজ্জাদুল করিম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বক্তারা দেশের চলমান খুন,ধর্ষন,নারী ও শিশু নির্যাতন এবং গুজব এর বিরোদ্ধে সকল কে সচেতন থাকার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।