নিজস্ব প্রতিবেদক :-
চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাংবাদিক আতাউল হাকিম আর নেই, (ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাহী রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি পাইলট ও সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর।সাংবাদিক আতাউল হকের মৃত্যুতে শুভ সকালকে দেয়া এক বক্তব্যে বিএমএসএফ এর সাধারন সম্পাদক এই সমবেদনা জানান। এ সময় তিনি শোকার্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা ব্যক্ত করেন।
উল্লেখ্য মঙ্গলবার (৩০ জুলাই) রাত পৌনে নয়টায় নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাহী রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি এক ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (৩১ জুলাই) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এবং রাউজান পৌরসভার ছিটিয়াপাড়ায় গ্রামের বাড়িতে আসর নামাজের পর ২য় জানাজা অনুষ্ঠিত হবে।