নিজস্ব প্রতিবেদক :-
সাম্প্রতিক সময় বাংলাদেশে ডেঙ্গু রোগের প্রকোপ বেড়েই চলেছে। আর এতে প্রতিদিন বিভিন্ন জেলায় মৃত্যুর ঝুঁকি বেড়ে গেছে, অসুস্থ হয়ে পড়ছে হাজারো মানুষ। এই প্রেক্ষিতে মহত উদ্যোগ নিয়েছে সিএমপির আকবর শাহ থানার কর্তব্যরত পুলিশ সদস্যগণ।
৩১ জুলাই বুধবার দুপুরে থানা প্রাঙ্গন মশক মুক্ত করার উদ্যোগ নেন। এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহায়তায় থানার আশেপাশে কীটনাশক স্প্রে করা সহ থানার আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালনা করেন।
এই উদ্যোগের মধ্য দিয়ে আকবর শাহ থানার অধিবাসীবৃন্দকে তাদের নিজেদের ঘরবাড়িতে এবং আশেপাশে ডেঙ্গুর জীবাণু বাহী এডিস মশা যাতে জন্মাতে না পারে সে ব্যাপারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান আকবরশাহ থানা কর্তৃপক্ষ।