নিজস্ব প্রতিবেদক :-
মানবতার বন্ধনে বেচে থাকা আব্দুর রহমান চাচা আর নেই, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুর মাধ্যমে পৃথিবী নামক কারাগার থেকে মুক্তি নিয়েছে তিনি। মংগলবার ৬ জুলাই রাজধানীর চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার বৃদ্ধাশ্রমে তিনি মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, চট্টগ্রাম শহরের হালিশহর ঈদগা বড় পুকুর পাড় এলাকায় নিজের বাড়ির সামনেই হুইল চেয়ারে বসেই মানবেতর জীবন যাপন করছিলেন তিনি। জায়গা জমি থেকেও নেই। নিজের ভাই সব দখল করে নিয়েছে। গ্রীস্ম, বর্ষা, শীত রাত দিন এভাবেই হুইলচেয়ারে তার জীবন কাটছিল। এমন মানবেতর জীবন দেখে মন ঘামলো এক ঝাক সেচ্ছাসেবীর। গত রমজানেই ওই এলাকার নয়ন আর সাংবাদিক জুনায়েদের উদ্যোগে সিয়াম, রাজু, ওসামা, জাদুরাজ নাইম, সাহাজান, সানজিদা সহ বেশ কয়েকজনের প্রচেষ্টায় অবশেষে আব্দুর রহমান চাচা ঠাঁই পায় রাজধানীর মিল্টন সোমাদ্দার এর পরিচালিত চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার এ বৃদ্ধাশ্রমে।
অবশেষে মানবতাও তাকে আর বাঁচাতে পারলোনা। মংগলবার সকালে তিনি বৃদ্ধাশ্রমে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরে সন্ধ্যায় তার মরদেহ চট্টগ্রাম এসে পৌছায়। সেচ্ছাসেবীদের প্রচেষ্টায় এবং এলাকার সাবেক কাউন্সিলর আব্দুর সবুর লিটনের আর্থিক সহযোগীতায় রাত ৯ টায় নিজ এলাকার কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।