মোঃ নাসিম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ):-
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সদর ইউনিয়ন পরিষদে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত কার্ডধারী হতদরিদ্রদের মাঝে এ চাল বিতারণ করা হয়। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত সদর ইউনিয়নের কার্ডধারী হতদরিদ্রদের মাঝে এ চাল বিতারণ করা হবে।
নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম জানান, ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১ হাজার ৫০৩ জন কার্ডধারী হতদরিদ্রদের মাঝে ১৫ কেজি করে চাল প্রদান করা হচ্ছে। তিনি জানান, কোনো অভিযোগ ছাড়াই প্রথম দিন সুষ্ঠুভাবে হতদরিদ্রদের মাঝে চাল বিতারণ করা হয়েছে ।