সহীহ কোরবানী
মিনহাজ নজরুল
———————-
খুব গড়েছো নেকের পাহাড়
ধার্মিকতার লেবাছে,
দেখিতে চান প্রভু এবার
দীলে তোমার কী আছে।
লক্ষ টাকায় কিনেছ যে
মোটাতাজা গরু,
গ্রামজুড়ে তাই ভাব মেরেছ
অন্যরা সব সরু।
রমজানে তো দাওনি যাকাত
কোরবানীর কী প্রয়োজন,
এবাদতের নামে বুঝি
গোস্ত খাওয়ার আয়োজন।
বাহাদুরী থাকে যদি
ধূলিকণা পরিমাণ,
পূণ্য কিছু পাবেনাকো
পাপ হবে তার পরিণাম।
বিসর্জনের মতো করেই
আত্মকে দিন বিসর্জন,
গরীবের হক আদায় করে
অন্নদানে বিভোর হন।