মিরসরাইয়ের সামাজিক সংগঠন সৃজন সংঘ যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধন সনদ অর্জন করেছে। ২০১৭ সালের ১ জানুয়ারি চালু হওয়া সংগঠনটি বুধবার (৭ আগস্ট) এই নিবন্ধন সনদ অর্জন করে। সৃজন সংঘের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি আসিফুল ইসলাম ও প্রচার সম্পাদক ইমাম হোসেন বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম কর্তৃক প্রদত্ত সনদটি (নিবন্ধন নং-৪২) চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সালেহ আহম্মদ চৌধুরীর হাত থেকে সংগ্রহ করেন।
সৃজন সংঘের সভাপতি আসিফুল ইসলাম বলেন, একঝাঁক তরুণ প্রাণের অক্লান্ত পরিশ্রমের ফলে ২০১৭ সালের ১ জানুয়ারি চালু হওয়া সৃজন সংঘ যুব উন্নয়ন নিবন্ধন সনদ অর্জন আমাদের সংগঠনের জন্য অত্যন্ত আনন্দের। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি অতীতে যারা এই সংগঠনের সাথে ছিল এবং বর্তমানে যারা সংগঠনকে সহায়তা করে যাচ্ছে তাদের প্রতি। আমি সকলের কাছে দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি যেন আমরা সমাজকল্যাণমূলক কর্মকান্ডের ধারাবাহিকতা বজায় রাখতে পারি।
প্রেস বিজ্ঞপ্তি :