সেচ্ছাসেবী সংগঠন প্রিয় বাংলাদেশ 🇧🇩এর পক্ষ থেকে উত্তর বঙ্গের জামালপুর জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ সম্পন্ন হয়েছে।
গত ১৬ আগষ্ট জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা এলাকার চরকালিকাপুর মাছিআনিরচরে বন্যাদূর্গত ২ শত পরিবারের মাঝে এ ত্রাণ বিতরন করা হয়। ত্রাণের মধ্যে ছিল খাবার চাল,ডাল,লবন,গোল আলু,পেয়াজ ও সয়াবিন তৈল।
এসময় উপস্থিতি থেকে ত্রাণ বিতরণ করেন দেওয়ানগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম এম ময়নুল ইসলাম,প্রিয় বাংলাদেশ এর এডমিন আনোয়ারুলআজিম চৌ,মো.শাহজাহান, জাহেদুল আলম মুন্না,আব্দুল আলিম রানা,সদস্য হাসান,এস আই সহিজল,এস আই কামরুজ্জামান(সোহাগ),এস আই মমতাজ,দেওয়ানগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক মিয়া,সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত অতীথিরা প্রিয় বাংলাদেশ 🇧🇩 এর এমন মহৎ কাজের প্রশংসা করে বলেন, “সমাজের প্রতিটি মানুষ যদি এইভাবে এগিয়ে আসে তবে,বন্যা বলেন কিংবা প্রাকৃতিক যে কোন দুর্যোগে সাধারণ মানুষ অন্তত না খেয়ে থাকতে হবে না”।
ত্রান বিতরণ কার্যক্রম শেষ করে প্রিয় বাংলাদেশ 🇧🇩 এর জনসচেতনতা মুলক কর্মসূচী ” পজিটিভ বাংলাদেশ ” পাঁচ শত লিফলেট বিতরন ও তা জনগনকে পুরো পাঠ করে শোনান দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি এম এম মইনুল ইসলাম। তিনি প্রিয় বাংলাদেশের এই জনসচেতনতা কার্যক্রমকে সকল সংগঠন ও প্রতিষ্টানের মাধ্যমে সাধারণ জনগনের নিকট পৌছে দেওয়ার অনুরোধ জানান।
এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের এডমিন আনোয়ারুল আজিম চৌধুরী বলেন, “আলহামদুলিল্লাহ, মানব প্রেমিদের দেওয়া আমানত তুলে দিয়েছি অসহায় বানভাসি মানুষের নিকট। আন্তরিক কৃতজ্ঞতা দেওয়ানগঞ্জ পুলিশ সার্লকেলের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও দুদক সমন্বিত জেলা- ১ চট্টগ্রাম এর ডিডি কে এবং যারা এই মহৎ কাজে অর্থ, শ্রম, পরামর্শ ও মেধা সহ নানান সহযোগীতা দিয়ে আয়োজনটিকে শতভাগ সফল করেছেন”।
প্রেস বিজ্ঞপ্তি :