শুভ সকাল ডেস্ক:-
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মমতার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষে শনিবার মমতা’র প্রধান কার্যালয়ে শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মমতার কার্যকরী পরিষদের সভাপতি বদিউজ্জামান খান ননীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন মমতার প্রধান নির্বাহী ও সাবেক লায়ন্স গভর্ণর রফিক আহমদ।
সভায় বক্তব্য রাখেন মমতার সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, পরিচালক তৌহিদ আহমেদ, ইকবাল আল মাহমুদ, উপ-পরিচালক আহমদ ইউসুফ হারুন, শ্যামল কান্তি দাশ,প্রশাসক (স্বাস্থ্য) এম.এম. এর্শাদ, সহকারী পরিচালক কামরুন নাহার পারভিন প্রমুখ।
অনুষ্ঠানে মমতা’র অন্যান্য পরিচালকবৃন্দ ও সকল স্তরের কর্মকর্তা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সনের ১৫ই আগস্ট শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করা হয়। অপরদিকে দিবসটির প্রতি শ্রদ্ধা জানিয়ে মমতা কালচারাল ইনস্টিটিউট এর উদ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন ও আবৃতি প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, “আমাদের জাতীর জন্য গর্বের বিষয় বঙ্গবন্ধুর মতো একজন বিশ্বনেতাকে জাতির জনক হিসেবে পেয়েছিলাম। তাঁর মত একজন বিশ্বনেতাকে হারানো জাতীর জন্য অপূরনীয় ক্ষতি। বঙ্গবন্ধু কেবল আমাদের মধ্যেই নয় তিনি সারা বিশ্বের নেতা সেটা জাতিসংঘ কর্তৃক প্রদত্ত ‘বিশ্ববন্ধু’ উপাধিই তার প্রমাণ।”
উল্লেখ্য সরকারের সহায়ক শক্তি হিসেবে মমতা আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং প্রতিবছরই যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করে আসছে মমতা।