আবদুল কাদের রাজু :-
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের তরুণ মেধাবীদের সংগঠন ‘ছয়ানী ইউথ ফাউন্ডেশন’ এর উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন মূলক প্রোগ্রাম ‘ব্রেইন চার্জ’১৯’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে বিভিন্ন বিষয়ে পরামর্শ ও প্রশিক্ষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি ও যমুনা টেলিভিশনের অনুসন্ধান মূলক অনুষ্ঠান 360° এর প্রতিবেদক রায়হান ফেরদাউস।
সংগঠনের সভাপতি আশেক এলাহি’র সভাপতিত্বে ও সদস্য জালাল উদ্দীন মু. আকবরের সঞ্চালনায় ১৭অগাস্ট ছয়ানী ইমামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নুরুল হুদা সোহাগ, নিত্যনন্দপুর মহিলা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মালেক, ছয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসাইন, ছয়ানী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর হোসেন, ছয়ানী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া ও শারীরিক শিক্ষক হাবিবুর রহমান, ছয়ানী ইমামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ক্রীড়া ও শারীরিক শিক্ষক আতিকুর রহমান, ছয়ানীর কৃতিসন্তান ও এক্সিম ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আনোয়ার হোসেন, সুলতানপুর হানিফ ভূঁইয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক সুভাষ চন্দ্র দাস, ছয়ানী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহঃ শিক্ষক খুরশিদুর রহমান প্রমুখ।
ইউথ ফাউন্ডেশনের এ আয়োজনের জন্য প্রাথমিকভাবে ডেলিগেট বাছাই করা হয় বক্তৃতা প্রতিযোগিতার মাধ্যমে। এই প্রতিযোগিতায় ৬৪ জন প্রতিযোগী অংশ নেয়। সেখান থেকে দশজন ফাইনালে উত্তীর্ণ হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন অনলাইনে রেজিষ্ট্রেশন করা, ছয়ানী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী উম্মে তানজিন সুমাইয়া, দ্বিতীয় স্থান অধিকার করেন, নোয়াখালী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী বিবি জামিলা ও তৃতীয় স্থান অধিকার করেন ছয়ানী ইমামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আলিম শ্রেণির ছাত্র শহীদ উদ্দিন।
বিজয়ী তিনজন সহ অংশগ্রহণকারীদের মধ্যে ২৯ জন প্রতিযোগী, বিজ্ঞ বিচারকমণ্ডলী ও ছয়ানীর ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে বিভিন্ন পর্যায়ে ক্রেস্ট, সনদ ও উপহার প্রদান করা হয়।
উল্লেখ্য, ২০১৮ সালেও ছয়ানী ইউথ ফাউন্ডেশন এই আয়োজনটি করে শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কে সচেতনতা ও দিকনির্দেশনা দিয়ে এসেছে।