জুনায়েদ হাসান:-
বঙ্গবন্ধু বাংলাদেশ আজ অভিন্ন সত্ত্বায় পরিণত হয়েছে, ঘাতক চক্র বঙ্গবন্ধুকে হত্যা
করলেও তার নীতি আদর্শকে মুছে ফেলতে পারেনি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতির পিতা বঙ্গবন্ধুর নাম এ দেশে কোটি কোটি বাঙালির অন্তরে চির অম্লান ও অক্ষয় হয়ে থাকবে। বুুধবার দুপুরে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।
বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগের প্রধান উপদেষ্ঠা বিশিষ্ট শ্রমিক নেতা মো. সিরাজুল্লাহ’র সভাপতিত্বে
অনুষ্ঠিত সভায় বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সফর
আলী, চসিক কাউন্সিলর মো. হোসেন হিরণ, মো. গিয়াস উদ্দিন, জহুরুল আলম জসিম,
সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির
সাবেক সহ সম্পাদক শেখ জাফর আহমদ মুজাহিদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক
সম্পাদক খোরশেদ আলম, রেলওয়ের শ্রমিক লীগের মো. হায়দার আলী, সামসুদ্দীন মজুমদার
প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার সার্বিক তত্বাবধান করেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।