নিজস্ব প্রতিবেদক :-
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে সিটি ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট(যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে আজ বৃহষ্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর এলাকায় মোবাইলকোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে কোতোয়ালী থানাধীন জামালখান রোডে পোড়াতেল বার বার ব্যবহার করা এবং সেবা গ্রহীতার জীবনের নিরাপত্তা বিপন্ন করার দায়ে নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ
আইনে দাওয়াত রেষ্টুরেন্টকে ৩ লক্ষ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সিকদার হোটেলকে ১ লক্ষ টাকা সহ সর্বমোট ৪ লক্ষ টাকা জরিমানা করেন চসিকের ভ্রাম্যমাণ আদালত।
এসময় সিটি কর্পোশেনের সংশ্লিস্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।