নিজস্ব প্রতিবেদক :-
আগষ্ট মাস বাঙ্গালী জাতির অশ্রুসিক্ত মাস।আগষ্ট মাস আসলেই ৭৫ এর দোসররা সক্রিয় হয়ে ওঠে।বঙ্গবন্ধুর হত্যাকারীরা বিদেশে পালিয়ে থেকে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। শুক্রবার বিকেল ৫ টায় সংগঠন কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর জাতিকে পুর্নাঙ্গ কলঙ্কমুক্ত করার করার দাবি জানিয়ে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে শক্ত হাতে পরাস্থ করে যে কোন অপশক্তি প্রতিহত করতে পরিবহন শ্রমিকদের সতর্কতার সহিত প্রস্তুত থাকার আহ্বান জানান।
সংগঠনটির সভাপতি মো: মিনহাজের সভাপতিত্বে সংগঠনের সাধারন সম্পাদক কালিম শেখের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব উজ্জল বিশ্বাস, বাংলাদেশে অটো রিক্সা শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার সাধারন সম্পাদক নুরুল ইসলাম,চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদ সভাপতি সাবেক ছাত্রনেতা আবু আহমদ। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার কার্যকরী সভাপতি বেলাল হোসেন,সহ-সভাপতি মো: জাহাঙ্গীর আলম,মো:ছবির, যুগ্ম সাধারন নুরুল আমিন,সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন লিটন,কোষাধ্যক্ষ গাজী আব্দুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম আশিক,প্রচার সম্পাদক সিদ্দিক মিয়া, ক্রীড়া সম্পাদক বায়েজীদ ফরাজি, বায়েজীদ বোস্তামী থানা শ্রমিক লীগের সহ-সভাপতি কামাল উদ্দিন, কার্যকরী সদস্য নুর ইসলাম প্রমুখ।