জুনায়েদ হাসান:-
চট্টগ্রামে পুলিশ পাহারায় ঢিলেঢালাভাবে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে দলটি। এরই অংশ হিসেবে রোববার বিকেল ৩ ঘটিকায় চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে নগর বিএনপির কার্যালয় নাছিমন ভবন প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় সভায় যোগ দেন নগর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার ও পেস্টুন নিয়ে র্যালির মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন নেতৃবৃন্দরা।
অনুষ্ঠান চলাকালীন সময়ে যুবদলের দুগ্রুপের মাঝে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এসময় দুই থেকে তিনজন নেতাকর্মী আহত হন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা: শাহদাত হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সভাপতি ডা: শাহাদাত হোসেন চেয়ার মারামাারির ঘটনা অপ্রত্যাশিত ও অনাকাঙ্কিত ঘটনা বলে দাবি করেন।
অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর সহ যুবদল ও দলটির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।