জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ বি-১৯০২ চট্রগ্রাম মহানগর শাখার সাংগাঠনিক সম্পাদক ” চট্টগ্রাম পিডিবিতে কর্মরত ৪র্থ শ্রেণীর কর্মচারী লাইনম্যান মোক্তার হোসেনের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ”, এই শিরোনামে গত ৫ সেপ্টেম্বর ২০১৯ মুক্ত বাংলা টিভির অনলাইন পোর্টালে এবং বেশ কয়েকটি পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। যা সম্পুর্ন বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক বিবৃতি পাঠিয়েছেন অভিযুক্ত মোক্তার হোসেন।
পাঠানো বিবৃতিতে তিনি জানান, কিছু নামধারী সাংবাদিক ও তার সহযোগীরা বিভিন্ন অনলাইন পোর্টালকে মিথ্যা ও ভিওিহীন তথ্য দিয়ে বিভিন্ন অনলাইন নিউজের মাধ্যমে আমাকে সম্মান হানীর অপচেষ্টা চালাচ্ছে,সাথে সাথে কতিপয় ব্যাক্তি ব্যবহৃত নিজ ফেইসবুক একাউন্ট এর মাধ্যমেও বিভ্রান্তিমূলক মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এতে বিভিন্ন প্রকার সম্মানহানীর স্বীকার হয়েছি। আসলে কি কারনে কিংবা কাদের প্ররোচনায় পড়ে এসকল অসত্য নিউজ করছে তা আমার জনা নেই।
এসব মিথ্যা গুজবের প্রতিবাদ এর বিষয়ে আমি আপনাদের সাংবাদিকদের কাছে বিনীত অনুুুরোধ জানাচ্ছি আপনারা নিরপেক্ষভাবে যাচাই-বাচাই করে তারপর সংবাদ পরিবেশন করুন, দৈনিক,জাতীয় কিংবা অনলাইন যেমনই হোক না যে কোন সাংবাদিকতা এক মহান পেশার নাম।আপনারা জাতীর বিবেক আপনারা হবেন আয়নার মত স্বচ্ছ, যাহা সত্য তাহাই আপনাদের কলমের কালিতে উঠে আসবে এটাই কামনা করি সর্বদা।
নিবেদক
মোক্তার হোসেন
সাংগাঠনিক সম্পাদক, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ বি-১৯০২, চট্টগ্রাম মহানগর শাখা