মোঃ নাসিম, (চাঁপাইনবাবগঞ্জ) :-
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা সর্বস্তরের পাঠকের প্রাণের জনপ্রিয় প্রত্রিকা নতুন চেতনায়, স্বাধীনতার পক্ষে সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রতিষ্ঠার ১ বছর পূর্তি।
১২(সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ১০:৩০ মিনিটে ভোলাহাট সংবাদ পত্রিকার নিজস্ব কার্যালয় কলেজ মোড়, একতা মার্কেটে ঘরোয়া পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলাহাট সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম কবির, উপদেষ্টা রুহুল আমিন সহকারী জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ ভোলাহাট জোন, আব্দুল মঈন উচ্চতর উপ-সহকারী প্রকৌশলী বি এম ডি এ ভোলাহাট জোন, আলি হায়দার বার্তা সম্পাদক,সোলেমান ম্যানেজার মধুমতি সমাজ উন্নয়ন সংস্থা, বি এম রুবেল সদস্য ভোলাহাট প্রেসক্লাব, শুভ প্রকাশক ভোলাহাট চিত্রসহ অন্যানরা।
উক্ত অনুষ্ঠানে ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক গোলাম কবির বলেন: ১২ সেপ্টেম্বর ২০১৮ সালে সাপ্তাহিক ভোলাহাট সংবাদ যাত্রা করেছিল ।
জাতীয় জীবনে বহু ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকা ভোলাহাট সংবাদ ১ বছর ধরে সমসাময়িক নানা ঘটনার পক্ষপাতহীন বিশ্লেষণের মাধ্যমে শ্রোতাদের সংবাদের চাহিদা পূরণ করে আসছে।
উল্লেখ্য যে, এ মাসের শেষে জমকালো আয়োজনে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভোলাহাট উপজেলা কার্যালয় ভোলাহাট সংবাদ এর ১ বছর পূর্তি অনুষ্ঠান পালন করা হবে।